গ্রাম উন্নয়ননের মাধ্যমে আত্মনির্ভরশীল, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়তা করা।
সেবার ধরন | সেবা |
ঋন কার্যক্রম | দল/সমিতি ভূক্ত সদস্যদের মাঝে ঋন বিতরন |
প্রশিক্ষন কার্যক্রম | দল/সমিতি ভূক্ত সদস্যদের আয়বর্ধন মূলক কাজের প্রশিক্ষন (প্রায় ২০টি ট্রেডে সুফল ভোগীদের এই প্রশিক্ষন প্রদান করা হয়।) এছাড়াও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ওরিয়েনটেশন প্রোগ্রাম, skill development প্রশিক্ষন প্রদান হয়ে থাকে। |
সঞ্চয় জমা | ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে দল/সমিতি ভূক্ত সদস্যদের পুজি গঠন। |
দল গঠন | সুফলভোগীদের নিয়ে দল/সমিতি গঠন। |
সামাজিক উন্নয়ন | গৃহপালিত পশু পাখির ঠিকাদান। উন্নত চুলা তৈরী ও ব্যবহার। জলাবদ্ধ পায়খান স্থাপন। বৃক্ষ রোপন। মৎস চাষ উন্নয়ন। সচেতনতা বৃদ্ধি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস